বিতর্কিত মন্তব্যের জন্য দু:খ প্রকাশ ট্রাম্পের

বিতর্কিত মন্তব্যের জন্য দু:খ প্রকাশ ট্রাম্পের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য এবার দু:খ প্রকাশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

donald-trump- ট্রাম্পসিএনএন জানায়, বৃহস্পতিবার ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার মূল মন্ত্র ‘কখনো পেছনে না ফেরা এবং ক্ষমা না চাওয়া’ থেকে সরে এসেছেন ট্রাম্প।

প্রায় এক বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় মাঝে মাঝে কিছু ভুল বলেছেন বলে স্বীকার করে নেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বির্তকের এক পর্যায়ে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে বের হয়ে এসেছে বলেও জানান ট্রাম্প।

এর আগে জনমত জরিপে ক্রমাগত পিছিয়ে পড়ার কারণে দ্বিতীয়বারের মতো নিজের প্রচারণা শিবিরে রদবদল করে ঢেলে সাজান এই রিপাবলিকান প্রার্থী।

প্রচার ব্যবস্থাপক হিসেবে পলস্টার ক্যালেনিয়নকে নিয়োগ দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার পার্ক ও আরো চারটি শহরে জনসম্মুখে একসঙ্গে ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচন করা হয়েছে। পরে ট্রাম্পের অননুমোদিত নগ্ন মূর্তিগুলো সরিয়ে নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।