নির্বাচনের আগের দিন সন্ত্রাসী হামলার আশংকা

নির্বাচনের আগের দিন সন্ত্রাসী হামলার আশংকা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রেসিডন্ট নির্বাচনের আগের দিন যুক্তরাষ্ট্রে আল-কায়দা হামলা করতে পারে বলে আশংকা করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

stream_imgনিউইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় আল-কায়েদার হামলা হওয়ার আশঙ্কা আছে বলে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেছেন গোয়েন্দারা। নিউইয়র্কের পুলিশ বিভাগ এবং নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেছে।

নিউইয়র্কের পুলিশ জানায়, হুমকির ব্যাপারে তাদের সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এফবিআই-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করছেন। এ ধরনের হুমকির কারণে তিনটি অঙ্গরাজ্যে ভোটার উপস্থিতি কমে যাওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বড় ধরনের প্রভাব পড়ারও আশঙ্কা করা হচ্ছে।