কাবুলে হামলায় নিহত ১৪, অল্পের জন্য রক্ষা পেলেন ভাইস প্রেসিডেন্ট

কাবুলে হামলায় নিহত ১৪, অল্পের জন্য রক্ষা পেলেন ভাইস প্রেসিডেন্ট

শেয়ার করুন

_102644259_mediaitem102644258বিশ্বসংবাদ ডেস্ক :

কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।

দীর্ঘ একবছর স্বেচ্ছা নির্বাসনের পর রোববার রশিদ দেশে ফেরার কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

কাবুল পুলিশ জানায়, আব্দুল রশিদ দোস্তামকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন তার সমর্থকরা। তার গাড়িবহর বিমানবন্দরের প্রধান ফটক অতিক্রমের পরপরই বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও এর জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে সন্দেহ করা হচ্ছে।