৯২ আরোহী নিয়ে কৃষ্ণসাগরে রুশ সামরিক বিমান বিধ্বস্ত

৯২ আরোহী নিয়ে কৃষ্ণসাগরে রুশ সামরিক বিমান বিধ্বস্ত

শেয়ার করুন

_93121313_captureবিশ্বসংবাদ ডেস্ক:

৯২ জন আরোহী নিয়ে নিখোঁজ রুশ সামরিক বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। এদের মধ্যে একজনের মৃতদের উদ্ধার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

টিইউ-১৬৪ বিমানটি রাশিয়ার সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫ টা ২০ মিনিটে সিরিয়ার লাটাকিয়া সামরিক ঘাঁটির উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময়ের মধ্যে কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানে থাকা ৯২ আরোহীর মধ্যে ৮৩ জন যাত্রী। বাকী ৯ জন বিমানের ক্রু।

সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমানটিতে ৯ জন সাংবাদিক, সামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সংগীতদলের সদস্যরা ছিলেন।

নতুন বছর উদযাপনে সংগীত দলটি লাটাকিয়ার বিমান ঘাঁটিতে একটি কনসার্ট করার কথা ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোচির উপকূল থেকে দেড় কিলোমিটার দুরে কৃষ্ণ সাগরের ৫০ থেকে ৭০ মিটার গভীরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোচি উপকূলে থেকে ৬ কিলোমিটার দুরে কৃষ্ণসাগর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকীদের জীবিত থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।