৭ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত

৭ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত

শেয়ার করুন

রোহিঙ্গা
বিশ্বসংবাদ ডেস্ক :

২০১২ সালে আটক ৭ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে অবৈধভাবে বসবাসকারী ওই ৭ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর রায় দেন।

মিয়ানমার থেকে ভারতের মনিপুর রাজ্য দিয়ে ২০১২ সালে এই ৭ রোহিঙ্গারা প্রবেশ করেন বলে জানায় রাস্ট্রপক্ষ। এরপর থেকে তারা সবাই আসাম রাজ্যের শিলচর ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়।

এর আগে রোহিঙ্গা ইস্যুতে ভারতকে,  বাংলাদেশকে সাহায্য করা ও মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা উচিত বলে আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার ভারত সফরকালে নয়াদিল্লির টাউন হলে এক বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। এরপরই এই রায় দিলেন ভারতের এই সর্বোচ্চ আদালত।