৩৮ ইলেকটোরাল ভোট পেলেই জিতবেন হিলারি

৩৮ ইলেকটোরাল ভোট পেলেই জিতবেন হিলারি

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সোমবার ভোট দেবেন ইলেকটররা। সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আজ সোমবার।

এদিন স্থানীয় কংগ্রেস ভবনে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। তবে মার্কিন ইতিহাসে এবারের নির্বাচন অনেক আলোচিত-সমালোচিত হওয়ায়, ট্রাম্পকে ভোট না দিতে ইলেকটরদের প্রতি আহবান জানিয়ে আসছেন অনেক মার্কিনি।

নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সেই দাবিকে আরও জোরালো করে তুলেছে। নির্বাচকরা নিজ দলের প্রার্থীদের ভোট দিলে ট্রাম্প পাবেন ৩০৬ ভোট, যা প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০-এর চেয়ে অনেক বেশি। তবে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচক মত পাল্টালে ট্রাম্পকে হয়তো দুর্ভাগ্য বরণ করতে হবে।

হিলারির ঝুলিতে রয়েছে ২৩২টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের ইলেকটরদের মধ্যে ৩৮ জন তাঁর বিরুদ্ধে গিয়ে হিলারিকে সমর্থন দিলে তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে কয়েকজন রিপাবলিকান ইলেকটর নিউইয়র্ক টাইমসকে বলেছেন, তারা ট্রাম্পকে ভোট দেবেন না।