১৮ বছর পর মিললো চুরি যাওয়া কন্যাশিশুর খোঁজ

১৮ বছর পর মিললো চুরি যাওয়া কন্যাশিশুর খোঁজ

শেয়ার করুন

_93563748_pairof
বিশ্বসংবাদ ডেস্ক :

১৮ বছর আগে ফ্লোরিডার জ্যাকসনভিল হাসপাতাল থেকে চুরি হয়েছিল একটি কন্যা শিশু। অনেক খোঁজাখুঁজির পর হাল ছেড়ে দিয়েছিলেন মা-বাবা।

কিন্তু ১৮ বছর পর সাউথ ক্যারোলাইনায় ওই শিশুর সন্ধান পাওয়া গেছে। কামিয়্যাহ মোবলে নামের সেই শিশু আজ তরুনী। ১৯৯৮ সালে হাসপাতালে জন্মের ৮ ঘন্টার মাথায় তাকে চুরি করে নিয়ে যায় কথিত নার্স গ্লোরিয়া উইলিয়ামস। কামিয়্যাহর মা সানারা জানান, জ্বরের চিকিৎসা দেয়ার কথা বলে নিয়ে যাওয়ার পর উধাও হয়ে যান ওই নার্স।

পুলিশ জানায়, শুক্রবার অপহরেণর অভিযোগে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই ঘটনার পর, চুরি যাওয়া শিশু ও সেই নার্সের কয়েকটি ছবি দিয়ে ‌’মিসিং কিডস’ নামে টুইট একাউন্ট খোলা হয়েছিল। তাতেই মেলে চুরি যাওয়া ওই শিশুর খোঁজ। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।