১১ লাখ ডলার নিয়ে নির্বাসনে গেলেন গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

১১ লাখ ডলার নিয়ে নির্বাসনে গেলেন গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

শেয়ার করুন

_93734518_7f21386a-4f2a-43a4-94c6-3131533a8a5bবিশ্বসংবাদ ডেস্ক :

দেশ ছাড়ার সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে ১১ লাখ ডলার নিয়ে গেছেন গাম্বিয়ার সদ্য সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। এমনটাই দাবি করছেন সেনেগালে নির্বাসিত থাকা নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো’র উপদেষ্টা মাই আহমেদ ফাত্তি। তিনি জানান, নিখোঁজ অর্থের পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

টানা ২২ বছর ক্ষমতায় থাকার পর ডিসেম্বরের নির্বাচনে আদামা বারোর কাছে হেরে যান জামেহ। কিন্তু অনিয়মের অভিযোগ তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। তবে আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা ছাড়ার পর দেশ ছেড়ে গিনিতে নির্বাসনে চলে যান জামেহ। যাওয়ার সময় কানাডীয় কার্গো বিমানে বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।

এদিকে ইয়াহিয়া জামের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়, ট্রুথ কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো।