হোমসের সর্বশেষ শহরটিও আইএস দখলমুক্ত

হোমসের সর্বশেষ শহরটিও আইএস দখলমুক্ত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ার হোমস প্রদেশে আইএস-এর দখলে থাকা সর্বশেষ বড় শহরটিরও নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানায়। তবে সিরিয়ার সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

সিরিয়ান অবজারভেটরি জানায়, সিরীয় সেনাবাহিনী আইএস এর কাছ থেকে আল সুখনা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির ‘দের আজ জোর’ অঞ্চল থেকে আল সুখনা শহরটি ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং ওই অঞ্চলটি পুরোপুরিভাবে আইএস-এর দখলে রয়েছে। সেনাবাহিনী যখন ধীরে ধীরে ওই শহরের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই আইএস এর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

শহরটির নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে সিরিয়ার সরকারের পক্ষ থেকে কোনও বক্তব্য দেয়া হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা, সুখনা শহরের দিকে সরকারি বাহিনীর এগিয়ে যাওয়ার কথা জানায়।