হেজবুল্লাহকে মোকাবিলার প্রস্তাবে সম্মত না হওয়ায় হারিরি আটক

হেজবুল্লাহকে মোকাবিলার প্রস্তাবে সম্মত না হওয়ায় হারিরি আটক

শেয়ার করুন

a150dab4bc6c43068330c330263dff3d_18বিশ্বসংবাদ ডেস্ক :

শিয়াপন্থী ও ইরান সমর্থিত হেজবুল্লাহকে মোকাবিলা করতে সৌদি আরবের প্রস্তাবে সম্মত না হওয়ার কারণেই রিয়াদে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক করা হয়েছে। হারিরির ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেএ খবর প্রকাশ করেছে রয়টার্স ও আল জাজিরা।

ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বে লেবাননের হেজবুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই সৌদি আরব চেষ্টা করছে লেবাননে হেজবুল্লাহকে দুর্বল করতে।

হেজবুল্লাহ লেবাননের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ও বর্তমান জোট সরকারের অংশ। হারিরি নিয়মিত সৌদি আরব সফর করতেন। ২ নভেম্বর হারিরিকে সৌদি আরবে তলব করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

রিয়াদে অবতরণের পর হারিরি দেখেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাজপরিবারের কেউ উপস্থিত ছিলেন না। ৪ নভেম্বর সৌদি প্রটোকল কর্মকর্তা ফোনে জানান, সালমান তার সঙ্গে বৈঠক করতে চান। এরপরই টেলিভিশনের এক ভাষণে হারিরি পদত্যাগের ঘোষণা আসে।  তারপর থেকে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সূত্র মতে, বৈঠকের পর হারিরি মনে করেছিলেন তিনি সৌদি আরবকে হেজবুল্লাহ বিষয়ে আশ্বস্ত করতে পেরেছেন। কিন্তু বাস্তব ঘটনা ছিল বিপরীত।