হিলারির সিরিয়া নীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবে : ট্রাম্প

হিলারির সিরিয়া নীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবে : ট্রাম্প

শেয়ার করুন

_92090149_c362d343-4588-4ee0-a590-b8a8728541d5
বিশ্বসংবাদ ডেস্ক :

হিলারি ক্লিনটনের সিরিয়া বিষয়ক পররাষ্ট্র নীতি, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে ছাড়বে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার মিয়ামিতে এক নির্বাচনি প্রচার সভায় মঙ্গলবার এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেয়ে, আইএসকে পরাজিত করার দিকে বেশি মনোযোগ দেয়া।

তিনি দাবি করেন, হিলারি সিরিয়ায় ‘নো ফ্লাই জোন’ গঠনের যে প্রস্তাব দিয়েছেন, সেটি কার্যকর হলে রুশ যুদ্ধ বিমানের সঙ্গে তাদের সংঘর্ষে জড়িয়ে পরার আশঙ্কা থেকে যায়। ট্রাম্প আরও বলেন, হিলারি যেভাবে সমালোচনা করেছেন, তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে সক্ষম হবেন না তিনি।

ফ্লোরিডার সমাবেশে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা ঐক্যবদ্ধভাবে ৮ নভেম্বরের নির্বাচন মোকাবেলা করতে পারলে, হিলারিকে পরাজিত করা কঠিন হবে না।