হিলারির বিরুদ্ধে নিহত মার্কিন সেনা পরিবারের মামলা

হিলারির বিরুদ্ধে নিহত মার্কিন সেনা পরিবারের মামলা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় নিহত দুই সেনা সদস্যের পরিবার।

হিলারি ক্লিনটন তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী। বেনগাজি দূতাবাসে ওই হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এছাড়া হিলারি সেসময় তার ব্যক্তিগত ইমেইল ব্যাবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য বিনিময় করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে কিনা তা এখনো জানা যায়নি।

নিহতদের পরিবার মনে করছে, অনিরাপদ ব্যক্তিগত ইমেইল বার্তা থেকে সেসময় মার্কিন কর্মকর্তাদের অবস্থান হয়তো ফাঁস হয়ে গিয়েছিলো। বেনগাজিতে মার্কিন দূতাবাসে আইএসের হামলায় তখন মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হয়েছিলেন।

হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় এই ইস্যুটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।