হিলারির বিরুদ্ধে ইমেইল তদন্ত চালাবে না ট্রাম্প প্রশাসন

হিলারির বিরুদ্ধে ইমেইল তদন্ত চালাবে না ট্রাম্প প্রশাসন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের বিষয় নিয়ে প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের প্রশাসন কোনও তদন্ত চালাবে না। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন, ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক কেলিয়ান কনওয়ে।

মার্কিন টিভি চ্যানেল এমএসএনবিসি’র ‘মর্নিং জো’ টকশোতে দেওয়া সাক্ষাৎকারে কনওয়ে বলেন, হিলারির ই-মেইলের বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ কৌঁসুলি নিয়োগ করবেন না ট্রাম্প। তিনি বলেন, যখন একজন নির্বাচিত প্রেসিডেন্ট, তার অভিষেক হওয়ার আগেই বলেন, তিনি আর অভিযোগগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চান না, তখন এই কথায় অর্থপূর্ণ বার্তা বহন করে।

কনওয়ে বলেন, হিলারিকে এখনও এই বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। কারণ, বেশিরভাগ আমেরিকান এখনও তাকে সৎ এবং বিশ্বাসভাজন মনে করে না। ডোনাল্ড ট্রাম্প তাকে এ থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারলে, হয়ত বিষয়টি ভালই হবে। এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের সময় দেওয়া বড় একটি প্রতিশ্রুতি থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প।