হিলারিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বুশ

হিলারিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বুশ

শেয়ার করুন

bush-hillary-large_transqvzuuqpflyliwib6ntmjwfsvwez_ven7c6bhu2jjnt8বিশ্ব সংবাদ ডেস্ক:

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এইচ.ডব্লিউ বুশ।

বিবিসি জানায়, মার্কিন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি ক্যাথলিন কেনেডিকে এই প্রতিশ্রুতি দেন বুশ। ক্যাথলিন কেনেডি তার ফেসবুকে একটি ছবিসহ পোস্টে লিখেন, ‘প্রেসিডেন্ট তাকে বলেছেন, তিনি হিলারিকে ভোট দেবেন!’

যদিও সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র খবরটি নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছে বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র বুশ এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেননি।

নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে নেমে বুশ পরিবারের সন্তান জেব বুশ শেষ পর্যন্ত সরে দাঁড়ান। নির্বাচনি প্রচারণায় জেব বুশকে বিভিন্ন সময়ে আক্রমণ করে কথা বলেন ট্রাম্প। এছাড়া ইরাক যুদ্ধকে বুশের ‘ভুল পররাষ্ট্রনীতি’ হিসেবেও মন্তব্য করে ট্রাম্প বুশের চক্ষুশূলে পরিণত হয়েছেন  বলে ধারণা করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।