হারিকেন ফ্লোরেন্স: বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর উইলমিংটন

হারিকেন ফ্লোরেন্স: বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর উইলমিংটন

শেয়ার করুন

_103458130_049307036বিশ্বসংবাদ ডেস্ক :

হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে সৃষ্ট ব্যাপক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যরোলিনা অঙ্গরাজ্যের উপকূলীয় শহর উইলমিংটনের জনজীবন।শহরটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে অঙ্গরাজ্যের অন্যান্য শহর থেকে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন বন্যার পানিতে ডুবে গেছে সকল রাস্তাঘাট। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অধিবাসীদের ফিরে না আসতে অনুরোধ করেছেন তারা।

১ লাখ ২০ হাজার অধিবাসীর এই শহরটিকে বিচ্ছিন্ন এক দ্বীপ হিসেবে বর্ণনা করা হয়েছে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। বন্যার পানিতে আটকে পড়া ৪’শ অধিবাসীকে উদ্ধার করা হয়েছে ও শহরের বেশীরভাগ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতির উন্নতি হওয়ার আগে আরো দুইদিন আকস্মিক বন্যার আশংকা রয়েছে।নিউ হ্যানোভারের কাউন্টি কমিশন চেয়ারম্যান উডি হোয়াইট অধিবাসীদের উদ্দেশ্য বলেন আমরা চাই আপনারা বাড়ীতে ফিরে আসেন, তবে উইলমিংটনে ঢোকার কোন উপায় নেই কারণ রাস্তাঘাট ডুবে গেছে।তাই পরিস্থিতির উন্নতী না হওয়া পর্যন্ত বাড়ী-ঘরে ফিরে আসবেন না।