হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

শেয়ার করুন

_103753205_haitiport-de-paix976.pngবিশ্বসংবাদ ডেস্ক :

ক্যারিবীয় দেশ হাইতিতে শনিবার রাতে সৃষ্ট ভূমিকম্পে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কমপক্ষে ১৩০জন। রিখটার স্কেলে এর মাত্র ৫ দশমিক ৯ মাত্রা ছিল বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল পোর্ট ডি পেইক্স শহরের ১১ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলে, ভূগর্ভের ৭ দশমিক ২ মাইল অভ্যন্তরে। এরই মধ্যে দেশটির সরকার  ভূমিকম্প উপদ্রুত অঞ্চলে তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন, হাইতির মন্ত্রীপরিষদের জেনারেল সেক্রেটারি রেনাল্ড লুবেরাইস।

এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী জিয়ান হেনরি সিয়েন্ট জানান, দুর্গতদের সহায়তায় মন্ত্রী পরিষদে জরুরী সেল খোলা হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতি হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত এলাকা। তরে ভূমিকম্পের পর সুনামির কোন আশংকা নেই বলে জানিয়েছে সিভিল প্রোটেকশন এজেন্সি।