হাইতিতে তাণ্ডব চালিয়ে ফ্লোরিডামুখি ম্যাথিউ

হাইতিতে তাণ্ডব চালিয়ে ফ্লোরিডামুখি ম্যাথিউ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২৮৩ জনে দাড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে জানিয়েছে দেশটির সরকার।

শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোচ-অ-বাতুতেই কেবল প্রায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হারিকেনে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো মানুষ ঘরশূণ্য হয়ে রাস্তায় বসবাস করছে।

অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং এর আশপাশের শহর ও গ্রামে। হাইতিতে তাণ্ডব চালিয়ে হারিকেনটি কিউবার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস ।