হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ঘিরে বিক্ষোভ

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ঘিরে বিক্ষোভ

শেয়ার করুন

3500বিশ্বসংবাদ ডেস্ক :

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ঘিরে দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।

বিবিসি জানায়, হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে কমিশন ঘোষিত ফলাফলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানী তেগুচিগালপায়। হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল প্রত্যাখান করেছেন হন্ডুরাসের মধ্যপন্থী দলের প্রেসিডেন্ট প্রার্থী সালভাদর নাসরাল্লাহ।

এ ঘোষণার পরই রাস্তায় নামে সালভাদর পন্থীরা।বুধবার ভোট গণনার সবশেষে ফলাফলে দেখা যায়, মধ্যপন্থী দল ৪২ দশমিক ১ শতাংশ, মধ্যডানপন্থীরা ৪২ দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে। আরও পাঁচটি ব্যালট বাক্স এখনো গনণার বাকি। এ অবস্থায় মধ্যডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন এমন আশঙ্কায় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন সালভাদর।