স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের সমালোচনায় মোদি

স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের সমালোচনায় মোদি

শেয়ার করুন

pm-modi3_647_081516103211

বিশ্বসংবাদ ডেস্ক :

সাম্প্রতিক কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ কখনোই সন্ত্রাসবাদকে সহ্য করবে না। ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মোদি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে মোদি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়ায় পাকিস্তানের বেলুচ নাগরিকরা তার প্রশংসা করেছেন। কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদি বলেন, সেখানকার সন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে।

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষকে তাদের স্বাধীনতার লড়াই উল্লেখ করে তা সমর্থন দিয়েছে পাকিস্তান। এর সমালোচনা করে মোদি বলেন, ইসলামাবাদের উচিত নিজেদের সংবরণ করা।

এদিকে, ওয়াঘা সীমান্তে সৌহার্দ্য প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মিষ্টিমুখ করিয়েছে পাকিস্তানের রেঞ্জার্স গ্রুপের সদস্যরা।

অন্যদিকে, যুদ্ধবিরতি ভেঙে জম্মু ও কাশ্মিরের পুঞ্চ সেক্টরে, ভারতীয় অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স। তবে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।