স্বাধীনতাকামী দুই কাতালান নেতা স্পেনের পুলিশ হেফাজতে

স্বাধীনতাকামী দুই কাতালান নেতা স্পেনের পুলিশ হেফাজতে

শেয়ার করুন

_98342430_ed68fa02-620d-46b2-b856-dc7fd34c51d2বিশ্বসংবাদ ডেস্ক :

কাতালানের স্বাধীনতা আন্দোলনের প্রধান দুই নেতাকে পুলিশের হেফাজতে পাঠিয়েছে স্পেনের আদালত। তাঁরা হলেন কাতালান জাতীয় পরিষদের নেতা জোর্দি সেনচেজ এবং ওমনিয়াম কালচারের নেতা জোর্দি কুইকজার্ত।

স্পেন থেকে স্বাধীন হতে কাতালোনিয়ায় গণভোট আয়োজনে নেতৃত্ব দেন জোর্দি সেনচেজ ও জোর্দি কুইকজার্ত। দেশটির আদালত ওই গণভোট প্রত্যাখ্যান করেছেন। গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক প্রধান কার্লস পুইজমন্ট সেখানকার স্বাধীনতা ঘোষণায় সাক্ষর করেন।

সেইসঙ্গে স্বাধীনতা বাস্তবায়নে তিনি আলোচনারও আহ্বান জানান। কুইকজার্ত ও সেনচেজকে আটক করার নিন্দা জানিয়েছেন পুইজমন্ট। এদিকে স্পেনের সরকার কাতালোনিয়াকে স্বাধীনতার ঘোষণা প্রত্যাহার করতে বলেছে।