স্থায়ীভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট পদ হারালেন রৌসেফ

স্থায়ীভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট পদ হারালেন রৌসেফ

শেয়ার করুন

রৌসেফ

বিশ্বসংবাদ ডেস্ক :

স্থায়ীভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট পদ হারালেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এর মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের বামপন্থী শাসনের অবসান ঘটল।

বিবিসি জানায়, বুধবার দেশটির সিনেটে অভিশংসনের পক্ষে ৬১ এবং বিপক্ষে ২০ টি ভোট পড়ে। অবৈধভাবে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অর্থ সরকারি কাজে ব্যবহারের অভিযোগে গত মে মাসে সিনেটের ভোটে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অপসারিত হন রৌসেফ।

এদিকে রৌসেফকে অভিসংশিত করায় ২০১৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্রাজিলের অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার। ভোটের ফলাফলের পর অভিশংসনের পক্ষের সিনেটররা উল্লাস প্রকাশ করেন। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন রুসেফের পক্ষের অনেক সিনেটর।