সৌদি নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি, সীমান্তে আটকে আছে বহু ত্রাণ

সৌদি নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি, সীমান্তে আটকে আছে বহু ত্রাণ

শেয়ার করুন

0fa21984b13a42e686ec5921add7936c_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইয়েমেনে সাময়িকভাবে স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে দেয়ায় জাতিসংঘ ও রেডক্রসের মতো সাহায্য সংস্থার ত্রাণ কার্যক্রম স্থগিত হয়ে পরেছে। সীমান্তে আটকে আছে ইনসুলিনসহ জীবন রক্ষাকারী ওষুধ।

এই অবস্থাকে ত্রাণ কার্যক্রমের বিপর্যয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। রেডক্রস জানায়, ইয়েমেনের সীমান্ত বন্ধের এই ঘোষণায় তাদের ক্লোরিন ট্যাবলেটের চালান বন্ধ করতে হয়েছে। যে ট্যাবলেটগুলো পানি শোধনের জন্যে পাঠানো হচ্ছিল কলেরা উপদ্রুত এলাকায়।

গতে শনিবার  ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। আকাশেই সেই মিসাইল প্রতিহত করলেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইয়েমেনে সাময়িকভাবে স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।