সৌদি জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হুতিদের

সৌদি জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হুতিদের

শেয়ার করুন

7c2835689878498b9e8a6c874111bb5e_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইয়েমেনের হুদাইদা বিমানবন্দর হাতছাড়া হওয়ার পর সৌদি জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের।

আল-জাজিরা জানায়, সৌদি জোটের কাছ থেকে তা আবার পুনরুদ্ধার করার আহ্বান জানান হুতি বিদ্রোহীদের নেতা আব্দুলমালিক আল-হুদি। এদিকে গত কয়েকদিনের তুমুল যুদ্ধের পর ইয়েমেনের হুদায়দা বিমানবন্দর দখল করে নেয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শহরটির বিমানবন্দরকে নিয়েই মূলত লড়াই চলছিলো।

এর আগে ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হুতি বিদ্রোহীদের সময় বেঁধে দিয়েছিল আরব আমিরাত। বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর বুধবার গোল্ডেন ভিক্টরি নামে অভিযান শুরু করে সৌদি জোট।
লোহিত সাগরে অবস্থিত বন্দরটি ইয়েমেনের যোগাযোগের প্রধান পথ। বন্দরটি দিয়ে মানবিক সংকটে থাকা ইয়েমেনের ৮০ শতাংশ প্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়। জাতিসংঘের মতে, ইয়েমেনে এখন বিশ্বের সবচেয়ে বেশি মানবিক সংকট চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,দেশটির প্রায় ৮৪ লাখ মানুষ দুর্ভিক্ষ-পূর্ব অবস্থায় আছে।