সৌদি কারাগারে আটক নারীদের সঙ্গে দেখা করতে চান ব্রিটিশ এমপিরা

সৌদি কারাগারে আটক নারীদের সঙ্গে দেখা করতে চান ব্রিটিশ এমপিরা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবের কারাগারে আটক নারীদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন বিট্রেনের বিভিন্ন দলের আইন প্রণেতাদের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ ও আন্তর্জাতিক কৌশলীরা।

গ্রুপের ডিটেনশন রিভিও প্যানেলের প্রধান এমপি ক্রিসপিন ব্লান্ট বিট্রেনে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াজ বিন আব্দুল আজিজের কাছে লেখা এক চিঠিতে জেদ্দার কাছে ধাবান কারগারে পরিদর্শনের ব্যপারে তাঁর সহায়তা চান।তিনি বলেন কারাগারের ভেতর বন্দীদের নির্যাতন করা হচ্ছে, তাদের পক্ষে কোন আইনজীবি নেই ও তাদের পরিবারকে তাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না এসব ঘটনার তদন্ত করতেই কারাগারে যেতে চান তাঁরা।

অ্যামেনেস্টি ইন্টারন্যশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে নারীদের গাড়ী চালানোর অনুমতি দেয়ার পক্ষে আন্দোলন করা ৮ নারী মানবাধিকার কর্মীকে কারাগারের ভেতর বৈদ্যূতিক শক দেয়া হচ্ছে ও চাবুক মারা হচ্ছে। মানবাধিকার গ্রুপগুলোর প্রতিবেদনে বলা হয় আটক নারীদের যৌন হয়রানী করা হচ্ছে ও ধর্ষনের হুমকিও দেয়া হচ্ছে।