সৌদি আরব ও রাশিয়া বিশ্বব্যাপী তেল বাজার জিম্মি করে রেখেছে

সৌদি আরব ও রাশিয়া বিশ্বব্যাপী তেল বাজার জিম্মি করে রেখেছে

শেয়ার করুন

139207050817248361252344বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকভূক্ত দেশ সৌদি আরব ও ওপেক বহির্ভূত দেশ রাশিয়া বিশ্বব্যাপী তেল বাজার জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছেন, ইরানের ওপেক গভর্নর হোসেইন কাজেমপোর আর্দেবিলি।

আর্দেবিলি বলেছেন, সৌদি আরব ও রাশিয়া দাবি করেছে যে, তারা বৈশ্বিক তেল বাজারে ভারসাম্য বজায় রাখতে চায়। কিন্তু আসলে তারা তেলের বিশ্ব বাজারে থাকা ইরানের অংশ দখল করার চেষ্টা করছে।

ইরানের বিশ্বব্যাপী তেল বাজারে প্রবেশ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বাজারে ইরানের প্রবেশাধিকার বন্ধ করতে সৌদি আরব ও রাশিয়াকে উৎসাহিত করছে ট্রাম্প প্রশাসন। ইরানের পরিনতি ভেনিজুয়েলার মত হবার পর যুক্তরাষ্ট্র এ ধরনের আচরণ পরিবর্তন করবে বলে উল্লেখ করেন তিনি।