সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থাড বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থাড বিক্রি করবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

7c673730e0d3410c9e1f498ae0de8b51_18বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবের কাছে ১৫’শ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থাড বিক্রির বিষয়টি অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে এই টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থাড সরবরাহের পর এবার সৌদি আরবে তা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবের কাছে ৪৪টি থাড লঞ্চার ও ৩৬০টি ক্ষেপণাস্ত্রসহ অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও রাডার বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতির স্বার্থ এবং ইরান ও আঞ্চলিক হুমকি থেকে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কংগ্রেস। আগামী ৩০ দিনের মধ্যে কংগ্রেস কোন আপত্তি না তুললে এই সৌদি আরবে এই প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।