সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণ ভয়ানক ঘটনা: ট্রাম্প

সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণ ভয়ানক ঘটনা: ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে ভয়ানক ঘটনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্ফোরণের খবর পেয়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠান চলাকালে তিনি এমন মন্তব্য করেন। এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানানো হলো।

এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালে বলেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ রাশিয়ার পাশে রয়েছে। হামলার কারণ অবশ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ক্রেমলিনের এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর কাছে পাঠানো এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম।

বিস্ফোরণের ঘটনায় টুইটারে দেওয়া এক পোস্টে নিহতদের প্রিয়জন এবং রাশিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ। সোমবারের ওই হামলার ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।