সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করলো কানাডা

সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করলো কানাডা

শেয়ার করুন

myanmar-politics-armyবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে শান্তিতে নোবেল জয়ী মিয়ানমার নেত্রী অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দিয়েছে কানাডা সরকার।

মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে গণহত্যাসহ অপরাধ তৎপরতার দায়ে মঙ্গলবার কানাডার আইনপ্রণেতাদের সর্বসম্মত ভোটে সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করা হয়। সুচি’র সম্মানজনক নাগরিকত্ব প্রত্যাহারের ব্যাপারে এর আগে গত বৃহস্পতিবার একমত হয়েছিলো কানাডার পার্লামেন্ট সদস্যরা।
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখায় ১৯৯১ সালে নোবেল পুরস্কার পান অং সান সু চি। পরে ২০০৭ সালে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব লাভ করেন তিনি। মাত্র ৬ জনকে কানাডা এই সম্মান দিলেও এই প্রথম কারো নাগরিকত্ব কেড়ে নেয়া হলো।

বিদেশিদের এই সম্মাননা দিতে হলে পার্লামেন্টের দুই কক্ষেরই অনুমোদন লাগে, প্রত্যাহারের ক্ষেত্রেও একই নিয়ম। কানাডার বিরোধী দল ব্লক কুইবেকয়েজ প্রথম এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা দেশটির সংসদের নিম্নকক্ষ ‘হাউজ অব কমন্স’ সবার সমর্থন লাভ করে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম হত্যা-নির্যাতনকে সর্বসম্মতভাবে গণহত্যা হিসেবে ঘোষণা করেছিলেন কানাডার আইনপ্রণেতারা।