সুচির নেতৃত্বকে আর বেশিদিন সমর্থন করবে না মালয়েশিয়া: মাহাথির

সুচির নেতৃত্বকে আর বেশিদিন সমর্থন করবে না মালয়েশিয়া: মাহাথির

শেয়ার করুন

mahathir-at-unবিশ্বসংবাদ ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে নিষ্ক্রিয় ভূমিকার কারণে মিয়ানমারের নেত্রী অং সান সুচির নেতৃত্বকে আর বেশিদিন সমর্থন দেবে না মালয়েশিয়া। রোববার দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একথা জানান।

তুর্কি নিউজ চ্যানেল টিআরটিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সুচির ভূমিকায় তিনি খুবই দু:খ পেয়েছেন। তাকে দেখে অনেক পাল্টে যাওয়া এক মানুষ মনে হয়েছে মাহাথির মোহাম্মদের। রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমার সেনবাহিনীর নির্যাতনের বিরুদ্ধে কোনো কথাই বলতে চাননি সুচি।

তার ওপর সব ধরণের বিশ্বাস হারিয়েছেন উল্লেখ করে মাহাথির মোহাম্মদ বলেন, এসব কারণেই সুচি’র নেতৃত্বকে আর বেশিদিন সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে সুচির কাছে লেখা চিঠিরও জবাব না পাওয়ায় হতাশা প্রকাশ করেন মাহাথির।

সাক্ষাতকারের শেষে এক প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, প্রত্যেক দেশই স্বাধীন। তার মানে এই নয় যে, নিজেদের জনগণের ওপর নৃশংসতা চালানোর অধিকার তাদের আছে।