সুইজারল্যান্ডে সিরিয়া বিষয়ক নতুন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ

সুইজারল্যান্ডে সিরিয়া বিষয়ক নতুন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ

শেয়ার করুন

_91942388_mediaitem91942387
বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়া প্রসঙ্গে সুইজারল্যান্ডের লাওসানে অনুষ্ঠিত শনিবারের আলোচনা ব্যর্থ হয়েছে। চার ঘণ্টা ধরে আলোচনার পর, সিরিয়ায় সংঘাত বন্ধে কোনও বিবৃতিতে দিতে পারেননি ৯ টি দেশের প্রতিনিধিরা।

আলেপ্পোয় সহিংসতা বেড়ে যাওয়ায় প্রেক্ষিতে নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে লাওসানে আলোচনায় বসেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ-সহ জাতিসংঘ ও আঞ্চলিক দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা।

বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, গঠনমূলক আলোচনা হয়েছে। কিন্তু বিবদমান পক্ষগুলো সংঘাত বন্ধে একমত হতে না পারায়, সমাধানসূত্র বেরিয়ে আসেনি। আগামী সোমবার আবারো আলোচনায় বসার চেষ্টা করবেন তারা।

সুইজারল্যান্ডের ওই আলোচনায় সিরিয়ার দুই পক্ষ ছাড়াও তুরস্ক, সৌদি আরব, কাতার, ইরান ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে চলতি মাসের শুরুতে সিরিয়ায় অস্ত্রবিরতির বিষয়ে অপর এক আলোচনাও ব্যর্থ হয়।