সীমিত আশা নিয়েই পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প

সীমিত আশা নিয়েই পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প

শেয়ার করুন

_102546526_turmp_putin_8_reutersবিশ্বসংবাদ ডেস্ক :

বিক্ষোভপূর্ণ ইউরোপ সফর শেষে  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজই বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে দুই নেতার বৈঠকে কি কি বিষয় আলোচনা  হবে, সে ব্যাপারে কিছু নিশ্চিত করা হয়নি। তবে এখান থেকেও ভাল কিছু বের হয়ে আসার প্রত্যাশা ট্রাম্পের ।

উচ্চ পর্যায়ের এ বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ১২ রুশ নাগরিক অভিযুক্ত মার্কিন আদালতে। ওই নির্বাচনে রুশ নাগরিকরা ট্রাম্পের পক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
শুক্রবার রুশ নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকেই পুতিনের সঙ্গে বৈঠক বাতিলে আহ্বান জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রে।