সিরিয়ায় আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে রাশিয়া

সিরিয়ায় আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে রাশিয়া

শেয়ার করুন

russiaএটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ায় আইএস-বিরোধী অভিযান চালাতে নতুন করে আরো যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া। বিদ্রোহীদের কাছ থেকে সিরীয়বাহিনী আলেপ্পোয় একটি এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক সপ্তাহের মাথায়, নতুন এই পদক্ষেপ নিচ্ছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্রবিরতি চেষ্টা ব্যর্থ হওয়ার পর, গত সপ্তাহ থেকে আলেপ্পোয় বড় ধরনের বিমান অভিযান শুরু করে সিরীয় ও রুশবাহিনী।

শুক্রবার রাতভর আলেপ্পোর বিদ্রোহী অধ্যূষিত এলাকায় বিমান থেকে বোমা ফেলে সরকারি বাহিনী। এতে মারা যায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক।

মানবাধিকার সংগঠনের দাবি, আলেপ্পোর হামলাগুলোর বেশিরভাগই চালানো হয়েছে আবাসিক এলাকায়।

এদিকে শুক্রবার রাতে রাজধানী দামেস্কের পূর্বাঞ্চল ও অন্যান্য শহরে চালানোর সরকারি বাহিনীর বিমান হামলায় মারা গেছে আরো ১৮ জন।