সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে

শেয়ার করুন

_104890458_051259124বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

প্রবীণ রিপাবলিকান সদস্য এবং বিদেশী মিত্ররা এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট আবারো মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

ট্রাম্পের অন্যতম সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতই বড় ধরনের একটা ভুল।

বুধবার এ ঘোষণায় ট্রাম্প বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট সম্পুর্ণ পরাজিত হওয়ায় সিরিয়া থেকে খুব শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। প্রথমিকভাবে দুই হাজার সেনা সরিয়ে নেয়া হবে বলে টুইট বার্তায় জানান ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দফতর ও প্রশাসনিক সূত্র জানিয়েছে, সেনাদের সিরিয়া থেকে ফেরানোর পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।