সিরিয়া থেকে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া

সিরিয়া থেকে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া

শেয়ার করুন

_93288359_admkuznetsovreuters

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়া থেকে সেনা কমাতে শুরু করেছে রাশিয়া। এই প্রক্রিয়ায় ভূ-মধ্যসাগরে মোতায়েন করা রুশ নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেতসভকে প্রথম পর্যায়ে ফিরিয়ে নিচ্ছে তারা।

রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, কুজনেতসভ রুশ সামরিক ঘাঁটি সেভেরোমর্স্ক-এ ফিরে যাবেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে রুশ সেনাদের আংশিকভাবে ফিরিয়ে নেয়া হবে।_93288108_rusbomberdefmin12feb16তিনটি যুদ্ধ জাহাজ এবং সহযোগী জাহাজসহ ২০১৬ সালে অক্টোবরের মাঝামাঝিতে ভূ-মধ্যসাগরে মোতায়েন করা হয় কুজনেতসভকে। বেশ কয়েকটি বিমানঘাঁটির মধ্যে সংযোগস্থল হিসেবেও ব্যবহার করা হয় কুজনেতসভকে।