সিরিয়া জুড়ে অস্ত্রবিরতি কার্যকর

সিরিয়া জুড়ে অস্ত্রবিরতি কার্যকর

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

রাশিয়া ও সিরিয়ার সমোঝোতার পর সিরিয়া জুড়ে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে।

বিবিসি জানায়, এই চুক্তি শুক্রবার মধ্যরাত থেকেই জারি করা রয়েছে। তুরস্ক ও রাশিয়া এই অস্ত্রবিরতির জামিনদার হিসেবে দায়িত্ব পালন করবে। জঙ্গি সংগঠন আইএস, আল-কায়েদা সমর্থিত নুসরা ফ্রন্ট ও কুর্দিশ ওয়াইপিজি এই অস্ত্রবিরতির আওতার বাইরে থাকবে।

বুধবার থেকেই বেশিরভাগ এলাকায় অস্ত্রবিরতি কার্যকর ছিল। যদি এই অবস্থা বিরাজ থাকে তাহলে আগামী এক মাসের মধ্যে কাজাখস্তানে শান্তি আলোচনা শুরু হবে।

২০১১ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পরে এ পর্যন্ত প্রায় ৫ বছরে ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে প্রায় ৪০ লাখ মানুষ।