সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১ শিশুসহ নিহত ৫৩

সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১ শিশুসহ নিহত ৫৩

শেয়ার করুন

_98945858_russia2বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার  পূর্বাঞ্চলে রুশ বিমান  হামলায়  ২১ শিশুসহ  অন্তত ৫৩ জন  নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ  সংস্থা সিরিয়ান  অবজারভেটরি  ফর  হিউম্যান  রাইটস। তাদের  দাবি, দের আজ জোর প্রদেশের  আল  শাফর  গ্রামে  হামলা  চালিয়েছে  তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার সকালের এই হামলায় প্রথমে ৩৪ জন নিহতের কথা বলা হয়। পরে আরও মরদেহ উদ্ধারের পর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩।

সিরিয়ার অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, সারাদিন ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। দেইর আল জরেই আইএস তার শেষ ঘাঁটি ধরে রেখেছে।

দেইর আজ-জোর প্রদেশের ফোরাত নদীর তীরবর্তী এলাকায় এখনও আইএসের তৎপরতা রয়েছে এবং সিরিয়ার সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।

এ লড়াইয়ে সরকারি সেনা ও মিত্র যোদ্ধাদের সহায়তা করার জন্য রুশ বিমান থেকে হামলা চালানো হয় বলে দাবি করেছে রাশিয়া। এর আগেও চলতি মাসে কয়েকবার বোমা হামলা চালিয়েছে রাশিয়ার এসব দূরপাল্লার বিমান।