সিরিয়ায় রুশ বিমান বিধস্তের ঘটনা দু:খজনক অঘটন: পুতিন

সিরিয়ায় রুশ বিমান বিধস্তের ঘটনা দু:খজনক অঘটন: পুতিন

শেয়ার করুন

_103476582_6af98702-2d80-4646-a20e-5af48f89c986বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার নিজেই হস্তক্ষেপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়ায় ১৪ আরোহীসহ রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ইসরায়েলকে দোষারোপ করেছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ। তবে একে দু:খজনক অঘটন বলে মন্তব্য করেছেন পুতিন। তার মতে, ভুলক্রমে এ ধরণের ঘটনা ঘটতেই পারে।

ইসরায়েলর সঙ্গে অনেক আগে থেকে সুসম্পর্ক রাশিয়ার। যদিও সিরিয়া ইস্যুতে ইসরায়েল আসাদ সরকারের বিরুদ্ধে কাজ করলেও, এতোদিন রাশিয়ার সঙ্গে কোনো ঝামেলা হয়নি। পুতিন চান না প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে সেই সম্পর্ক নষ্ট করতে।

গত সোমবার সিরিয় সেনাদের হামলায় ওই রুশ সামরিক বিমানটি বিধস্ত হয়। সিরিয়া ও রুশ কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি যুদ্ধবিমান ভেবে ভুল করে তাদের সামরিক বিমানে হামলা চালায় সিরিয় সেনারা।