সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ার আইএস অধ্যুষিত শহর মানবিজ ও গান্দুরে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে।

এদিকে, বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশের একটি প্রসূতি হাসপাতালে বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। তবে কতজন আহত বা নিহত হয়েছে তা জানা যায়নি।

কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত নয়। তবে, মাসে ১৩’শ নারী ও শিশু সেখানে চিকিৎসাসেবা পেতো।

অন্যদিকে, সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পো থেকে সাধারণ মানুষ ও নিরস্ত্র বিদ্রোহীদের বের হওয়ার জন্য চারটি করিডোর খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। তবে তাদের নিরাপত্তা চেয়েছে রেডক্রস।

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে প্রায় তিন লাখ মানুষ আটকা পড়ে আছে। বড় সংঘাতের আগে তাদের বেরিয়ে আসার সুযোগ দিতেই মূলত ওই করিডোর খোলা হচ্ছে। কেননা, বিদ্রোহীদের দমনে বড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আসাদ সরকার।