সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আরও সক্রিয় থাকবে তুরস্ক

সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আরও সক্রিয় থাকবে তুরস্ক

শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট ইলদ্রিম

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধ বন্ধে, আগামী ছয় মাস সে দেশে আরও সক্রিয় ভূমিকা পালন করবে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী বিন আলি ইলদ্রিম শনিবার এই ঘোষণা দিয়েছেন।

ইস্তাম্বুলে বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সিরিয়ায় রক্তপাত বন্ধ হতে হবে এবং শিশুসহ নিরপরাধ মানুষজনকে রক্ষা করতে হবে। সেখানকার বিপজ্জনক পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে, সেজন্যে দেশটিতে নিজের ভূমিকা বাড়াতে চায় তুরস্ক।

ইলদ্রিম আরও বলেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কোন ভূমিকা থাকতে পারে না। তবে তাকে পছন্দ হোক বা না হোক, এখনও যেহেতু তাঁর অবস্থান রয়েছে, ক্ষমতা হস্তান্তরের অন্তবর্তী সময়টিতে তাঁর সঙ্গে আলোচনা করতেই হবে।

এসময় ইলদ্রিম বলেন, সিরিয়া সঙ্কটের স্থায়ী সমাধান পেতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান ও তুরস্ককে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।