সিরিয়ায় ইসরায়েলের রকেট হামলা, আসাদপন্থী ৯ সেনা নিহত

সিরিয়ায় ইসরায়েলের রকেট হামলা, আসাদপন্থী ৯ সেনা নিহত

শেয়ার করুন

_102532724_hi048157573-1বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার আলেপ্পো শহরের কাছে দেশটির সামরিক অবস্থানে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সিরীয় ৯ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, নাইরব বিমানবন্দরের উত্তরে সিরিয় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এবং এতে শুধু সরঞ্জামের ক্ষতি হয়েছে। অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি হামলায় নিহত ৯ সেনার মধ্যে অন্তত ৬ জন সিরীয় সেনা এবং অপর ৩ জন ইরানি যোদ্ধা, যারা ওই সামরিক ঘাঁটিতে অবস্থান করছিল।

সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে নিজ দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইসরায়েল। গত সাত বছরে একাধিকবার ইরানের ও তেহরান সমর্থিত সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান গৃহযুদ্ধে সরকারের সমর্থনে কয়েক হাজার মিলিশিয়া পাঠিয়েছে। এদের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রয়েছে, যারা আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।