সিরিয়ায় আইএসের সঙ্গে সংঘর্ষে ১৪ তুর্কি সেনার মৃত্যু

সিরিয়ায় আইএসের সঙ্গে সংঘর্ষে ১৪ তুর্কি সেনার মৃত্যু

শেয়ার করুন

_92721042_7648dcfb-a2fb-4fec-94b6-aaf29bc2c8cbবিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার আল-বাব শহরে আইএসের সঙ্গে সংঘর্ষে ১৪ তুর্কি সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৪ জন। বুধবার এই হতাহতের ঘটনা ঘটে।

আইএস-এর সঙ্গে সংঘর্ষে এটাই তুরস্কের সবচেয়ে বড় হতাহতের ঘটনা। অন্যদিকে বুধবার আইএস-এর সঙ্গে সংঘর্ষে ১শ ৩৮ জন আইএস জঙ্গি মারা গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।

চলতি বছরের আগস্ট মাস থেকে আল-বাব শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুর্কি সেনাবাহিনী। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো হাতছাড়া হওয়ার পর থেকেই আল-বাব শহরের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে দেশটির বিদ্রোহীরা।

সিরিয়া-তুরস্ক সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যেই অবস্থিত আল-বাব শহরটি কৌশলগত কারণে আইএস, কুর্দি এবং তুর্কি বাহিনী জন্য গুরুত্বপূর্ণ।