সিরিয়ার সারাকেব শহরে ক্লোরিন গ্যাস হামলা

সিরিয়ার সারাকেব শহরে ক্লোরিন গ্যাস হামলা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের সারাকেব শহরে বিষাক্ত ক্লোরিন গ্যাস হামলা চালানো হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৩ বেসামরিক নাগরিক।

সিরিয়ান সিভিল ডিফেন্স গ্রুপের প্রধান রায়েদ সালেহ জানিয়েছেন, মঙ্গলবার রাতে সারাকিব এলাকায় হেলিকপ্টার থেকে ক্লোরিন সিলিন্ডারসহ ৫টি বিস্ফোরক ব্যারেল ফেলা হয়। হামলার পর ১৮ নারী ও ১০ শিশুসহ ৩৩ সিরীয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান সালেহ।

ইউটিউবে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, আক্রান্তরা শ্বাস নিতে পারছেন না, তাদেরকে উদ্ধারকারীরা অক্সিজেন মাস্ক পরিয়ে দিচ্ছেন।

এদিকে আলেপ্পোতে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর কয়েক দফা বিমান হামলায় মারা গেছে অন্তত ৫ জন। সরকার ও বিরোধীপক্ষের সংঘর্ষে আলেপ্পোয় মানবিক সংকট দেখা দিয়েছে। অঞ্চলটিতে আটকেপড়া তিন লাখের বেশি বাসিন্দা খাদ্য, পানীয়, জ্বালানি ও ওষুধের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন।