সিরিয়ার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

সিরিয়ার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার গৃহযুদ্ধে সরকার ও বিদ্রোহীদের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে, যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তোলা একটি প্রস্তাব কোনো বিরোধীতা ছাড়াই পাস হয়। সিরিয়ায় ৬ বছরের গৃহযুদ্ধ বন্ধের চেষ্টায় গত এক বছরে তৃতীয় যুদ্ধবিরতি এটি। গত তিনদিন ধরে সিরিয়ার বেশিরভাগ জায়গায় অস্ত্রবিরতি কার্যকর রয়েছে।

তবে কয়েক জায়গায় বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবরও পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে জেনেভায় জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, এরপর কাজাখস্তানে আরেকটি শান্তি আলোচনার পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের প্রস্তাবে ওইসব পরিকল্পনাকেও স্বাগত জানানো হয়েছে।

রাশিয়া ও তুরস্কের মধ‌্যস্থতায় গত বৃহস্পতিবার থেকে সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে রাজধানী দামেস্কের পাশ্বর্ববর্তী ওয়াদি বারাদা এলাকায় বিদ্রোহী অবস্থানে হামলা অব্যাহত রেখেছে সরকারি সেনারা। বিদ্র্রোহীরা হুশিয়ারি দিয়ে বলেছে, সরকারি বাহিনী অভিযান বন্ধ না করলে যুদ্ধবিরতি থেকে সরে আসবে তারা।