সিরিয়ার আজাজ শহরে বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮

সিরিয়ার আজাজ শহরে বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮

শেয়ার করুন

_93305724_syriaazaz9760117বিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আজাজ শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার বিকেলে একটি তেলের ট্যাঙ্কার দিয়ে হামলাটি চালানো হয়েছে। এতে নিহতদের মধ্যে ১৪ জন বিদ্রোহী; বাকিরা সবাই বেসামরিক নাগরিক।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণে কয়েকজনের দেহ এতই ক্ষতবিক্ষত হয়েছে যে, তা শনাক্ত করা কঠিন। বিস্ফোরণের ঘটনায় আশপাশের বেশ কিছু ভবনেও আগুন ধরে যায়। এর আগে নভেম্বর মাসে আজাজ শহরে চালানোর অপর এক বোমা হামলায় ২৫ জন নিহত হয়।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর আলেপ্পো প্রদেশের এই শহরটির নিয়ন্ত্রণ রয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী- ‘ফ্রি সিরিয়ান আর্মি’র হাতে। সেখানে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের লক্ষ্য করে মাঝেমধ্যেই হামলা চালায় আইএস জঙ্গিগোষ্ঠী।