সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার সামরিক বিমান উধাও

সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার সামরিক বিমান উধাও

শেয়ার করুন

_103471983_il-20.pngবিশ্বসংবাদ ডেস্ক :

১৪ জন আরোহী নিয়ে সিরিয়ার আকাশসীমা থেকে উধাও হয়ে গেছে রাশিয়ার একটি সামরিক বিমান। স্থানীয় সময় সোমবার রাত ১১টার দিকে রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ইলিউশিন-20 বিমানটি সিরিয়ার উপকূল থেকে রাশিয়ার হামেইমিম বিমানঘাঁটির দিকে যাচ্ছিলো। রুশ সংবাদমাধ্যমে এ ঘটনার জন্য ইসরায়েলি ও ফরাসি বিমান হামলাকে দায়ী করা হলেও দেশ দুইটির কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনে দাবি করা হয়, সোমবার চারটি ইসরায়েলি বিমান যখন সিরিয়ার লাটাকিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের ওপর হামলা চালাচ্ছিল, তখনই রুশ সামরিক বিমানটি নিখোঁজ হয়। তবে, লাটাকিয়ায় অভিযান চালানো নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইলিউশিন-২০ বিমান হচ্ছে রুশ বাহিনীর গোয়েন্দা বিমান। এটিতে বিশাল আকারের অ্যান্টেনা, ইনফারেড ও অপটিক্যাল সেন্সর রয়েছে। এর সাইড লুকিং এয়ারবোর্ন রাডার ও স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে সিরিয়ার আকাশের দিকে নজর রাখে রুশ সেনারা।