সিরিয়ার আইএস ঘাঁটিতে তুরস্কের সেনা অভিযান

সিরিয়ার আইএস ঘাঁটিতে তুরস্কের সেনা অভিযান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

সিরিয়ার অব্যন্তরে আইএস জঙ্গিগোষ্ঠীদের লক্ষ্য করে কয়েক দফা গোলা নিক্ষেপ করেছে তুরস্কের সেনাবাহিনী। সিরিয়ার সীমান্ত শহর জারাবুলসে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে আইএস’র অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে তুরস্কের সেনাবাহিনী।

তুর্কি আর্মি, turky militaryসিরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় আইএস’র ঘাঁটি গুড়িয়ে দেয়ার ঘোষণার পর এই অভিযান শুরু করলো দেশটি। মানবিজের উত্তারাঞ্চলের এই শহরটিতে আইএস’র পাশাপাশি মার্কিন সমর্থিত সিরীয়-কুর্দি যোদ্ধাদের জোটের (ওআইপিজে) শক্ত ঘাঁটি রয়েছে।

সোমবার অভিযান শুরুর পর থেকে সেখানে ওআইপিজে’র অন্তত ২০টি অবস্থানে হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্কের দুক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারের বিরুদ্ধে লড়াইরত ‘পিকেকে’ বিদ্রোহীদের বিরুদ্ধে কয়েক মাস আগে থেকেই অভিযান চালিয়ে আসছে তুর্কি বাহিনী।

মার্কিন সমর্থিত ‘ওআইপিজে’ বাহিনীকে ‘পিকেকে’ বিদ্রোহীদের সহযোগী সংগঠন বিবেচনা করে তুরস্ক সরকার।