সিরিয়ার অবকাঠামো পুণর্গঠনে সৌদিকে ব্যয় করতে হবে: ট্রাম্প

সিরিয়ার অবকাঠামো পুণর্গঠনে সৌদিকে ব্যয় করতে হবে: ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুণর্গঠনে সৌদি আরবকে অবশ্যই অর্থ ব্যয় করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় আইএসকে পরাজিত করার দাবি করে দেশটি থেকে ২ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পর, এক ট্যুইট বার্তায় এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার বিদেশনীতি সম্পর্কিত অপ্রত্যাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার সহায়তায় সৌদি আরব এগিয়ে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে সিরিয়া পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে, সৌদি আরব রাজি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিত্তশালী দেশগুলোকে সহায়তার পরিবর্তে পার্শ্ববর্তী দেশ পুণর্গঠনে সহায়তা করাই উচিত। তবে এব্যাপারে সৌদি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।