সার্ক বৈঠক থেকে বের হয়ে গেলেন রাজনাথ সিং

সার্ক বৈঠক থেকে বের হয়ে গেলেন রাজনাথ সিং

শেয়ার করুন

57a3b1151c95fবিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক বৈঠকে তর্কাতর্কির এক পর্যায় বের হয়ে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার ইসলামাবাদের হোটেল সেরেনায় দক্ষিণ এশীয় দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকের এক পর্যায়ে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে এমন অভিযোগ উত্থাপনের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলা খান এই বক্তব্যের প্রতিবাদে উত্তর দেয়া শুরু করলে সভা থেকে বের হয়ে যান রাজনাথ সিং।

এর আগে রাজনাথ সিং পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন বলেন, ভাল সন্ত্রাসবাদী, খারাপ সন্ত্রাসবাদী এই সব শ্রণিভেদ চলে না। সন্ত্রাসীদের শহীদ বলে মহিমান্বিত করা বন্ধ করতে হবে।

রাজনাথ সিংয়ের পাকিস্তান সফর ঘিরে একের পর এক ইস্যু জন্মি দিচ্ছে। এদিকে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকা পিটিভি রাজনাথ সিং এর ভাষণের সময় ব্লাকআউট করে দেয় বলে অভিযোগ উঠেছে।