সাবেক তালেবান সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা

সাবেক তালেবান সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা

শেয়ার করুন

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-02-15 07:29:15Z |  |

বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের সাবেক তালেবান সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা। এসব বৈঠক আফগানিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

তিন সিনিয়র তালেবান কমান্ডারকে উদ্বৃত করে এনবিসি জানিয়েছে, কাতারের দোহায় একটি হোটেলে সম্প্রতি একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত পাঁচ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবরে দাবি করা হয়েছে, তালেবানরা প্রায়ই সাবেক কমান্ডার ও রাজনৈতিক নেতাদের আলোচক ও মধ্যস্ততাকারী হিসেবে কাজে লাগায়।

আলোচনায় অংশ নেওয়া আলোচকদের অনেকেই যুক্তরাষ্ট্র বা আফগানিস্তানের হাতে কারাবরণ করেছে এবং এখন তাদের কোনও সক্রিয়তা নেই।

দোহা বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠকগুলো ছিল খুব বন্ধুত্বপূর্ণ এবং আলোচনার সময় চা ও কুকি সরবরাহ করা হয়েছে। হোটেলের ভেতরে ও বাইরে নিরাপত্তা ছিল কঠোর। এমনকি হোটেলের কর্মীদেরও বৈঠকের কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি।