সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

শেয়ার করুন

_106978041_57229a92-ce1e-42f5-9842-7b6bef299707
বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে বিদেশী প্রতিপক্ষ থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেসব মার্কিন কোম্পানি বিদেশী টেলিকম ব্যবহার করে থাকে, তাদের জন্য এটি কার্যকর হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশের লক্ষ্য হল বিদেশী প্রতিপক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।

প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তা ঝুঁকি হিসেবে নির্দ্দিষ্টভাবে কোন কোম্পানির নাম উল্লেখ করেননি। তবে, পর্যবেক্ষকরা ধারণা করছেন, এটি প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে। বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনা কোম্পানির তৈরি ফোন নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে। তবে হুয়াওয়ে কোম্পানি বলছে, তাদের কাজ কোনোভাবে ঝুঁকি তৈরি করছে না।